বিনোদন – অবশেষে জল্পনা সত্যি হল। জনপ্রিয় ধারাবাহিক ফুলকি-র নায়িকা দিব্যাণী মণ্ডল পা রাখতে চলেছেন টলিউডে। আর তাঁর ডেবিউ ছবিই পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী প্রকাশের ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হতে চলেছে সৃজিতের নতুন ছবি এম্পারর ভার্সেস শরৎচন্দ্র। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে এসভিএফ এবং রানা সরকার।
ছবিতে থাকছেন টোটা রায়চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিকসহ একাধিক জনপ্রিয় অভিনেতা। শোনা যাচ্ছে, অনির্বাণ ভট্টাচার্যও যোগ দিতে পারেন কাস্টে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরেই শুরু হবে শ্যুটিং। টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যাণীর বড়পর্দায় অভিষেক ঘিরে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা।
