খেলা – হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল এক অসাধারণ সাফল্য অর্জন করল। মুল্লানপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। চার বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটাই ভারতের প্রথম ওয়ানডে জয়।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল তোলে ২৯২ রানের বিশাল স্কোর। ব্যাট হাতে ঝলমলে ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা, যিনি দুর্দান্ত শতরান করে ম্যাচের সেরা নির্বাচিত হন। বোলিং বিভাগে ক্রান্তি গৌড় দাপট দেখিয়ে একাই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন, যা ভারতের জয়ে বড় ভূমিকা রাখে।
২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ শুরু থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে। ওপেনার জর্জিয়া ভোল শূন্য রানে ফেরেন এবং অধিনায়ক অ্যালিসা হিলি আউট হন মাত্র ৯ রানে। বেথ মুনি ও এলিস পেরি তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়লেও তা দীর্ঘস্থায়ী হয়নি। স্নেহ রানা ১৮ রানে মুনিকে আউট করেন, আর রাধা যাদব ফেরান পেরিকে ৪৪ রানে। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ একেবারেই ভেঙে পড়ে।
শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের দাপটে ৪০.৫ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ক্রান্তি গৌড় ৯.৫ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। এছাড়াও দীপ্তি শর্মা দুটি উইকেট তুলে নিয়ে দলের সাফল্যে বড় অবদান রাখেন। এই জয়ের মাধ্যমে ভারতীয় মহিলা দল শুধু আত্মবিশ্বাসই বাড়াল না, বরং বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তি আরও একবার প্রমাণ করল।




















