দিল্লি – পাঞ্জাবের বন্যা বিধ্বস্ত ঘোরনেওয়াল গ্রামে কান্নাকাটি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল ৬ বছরের ছোট্ট অমৃতপাল। ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল তার বাড়িঘর, খেলনা থেকে প্রিয় সাইকেল—সবকিছু। তিন দিন আগে গ্রাম পরিদর্শনে এসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা হয়েছিল খুদেটির। সেদিন অশ্রুসিক্ত অবস্থায় তাকে দেখে রাহুল জড়িয়ে ধরে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অমৃতপাল একটি নতুন সাইকেল পাবে।
কথা রেখেছেন তিনি। কয়েক দিনের মধ্যেই অমৃতপালের হাতে পৌঁছে গেছে সেই প্রতিশ্রুত সাইকেল। নতুন সাইকেল পেয়ে খুদে যারপরনাই খুশি। সাইকেল হাতে পেয়েই অমৃতপাল ভিডিও কলে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে। রাহুল জানতে চান, “তোমার সাইকেলটি ভালো লেগেছে?” জবাবে হাসিমুখে অমৃতপাল ধন্যবাদ জানায় রাহুলকে।
এই আনন্দঘন মুহূর্তে অমৃতপালের বাবা রবিদাস সিংও কৃতজ্ঞতা জানিয়েছেন রাহুল গান্ধীকে পাশে থাকার জন্য। এক নেতা কীভাবে সাধারণ মানুষের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি অটুট রাখলেন, তা দেখে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কংগ্রেস নেতাকে।




















