ভাইরাল – জন্মের পর প্রথমবার স্নান করে উচ্ছ্বাসে ভরে উঠল এক হাতির ছানা। পাইপ থেকে ছিটানো জলে ভিজতে ভিজতেই আনন্দে শুঁড় দোলাতে এবং মাথা দোলাতে শুরু করে সে। খুদে হস্তীশাবকের সেই মুহূর্ত সমাজমাধ্যমে শেয়ার হতেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে।
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশিত হয়। তাতে দেখা যায়, একটি ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা হাতির ছানাকে প্রথমবার স্নান করানো হচ্ছে। জল ঘেঁটে এতটাই খুশি হয় সে যে, মুখে হাসি নিয়ে যেন নাচতে শুরু করে। কিছুক্ষণ স্নানের পর ছানাটি সেখান থেকে সরে পড়ে।
ভিডিওটি কোথায় বা কবে তোলা হয়েছে তা জানা যায়নি। তবে দৃশ্য দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। অনেকেই মন্তব্য করেছেন, ‘‘ছানাটি যেন স্নান করতে করতে আনন্দে নেচে উঠেছে।’’।




















