বিনোদন – অহমিয়া সঙ্গীতের আকাশে একচ্ছত্র রাজত্ব করা শিল্পী জুবিন গর্গ আর নেই। শুক্রবার বিকেলে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহে ঢেকে যায় গোটা আসাম। কাহিলিপাড়ার বাড়ির সামনে মুহূর্তে ভিড় জমে যায় হাজারো অনুরাগীর। প্রিয় ‘জুবিনদা’কে শেষবারের মতো এক নজর দেখতে চোখের জলে ভিজে ওঠে মানুষের হৃদয়।
বিদায়ের মুহূর্তে ভক্তরা একসুরে গাইছিলেন তাঁরই অমর সৃষ্টি ‘মায়াবিনী রাতির বুকুত’— যে গান ২০০১ সালে মুক্তির পর থেকে আজও আসামের মানুষের প্রাণে গেঁথে রয়েছে। একবার এক অনুষ্ঠানে গানটি গাওয়ার আগে জুবিন বলেছিলেন, “আমার মৃত্যু হলে আসামের বুকজুড়ে এই গানটিই বাজবে।” বছর দুয়েক আগে উচ্চারিত সেই কথাই যেন আজ অক্ষরে অক্ষরে সত্যি হলো।
জুবিন কেবল আসামি গানেই সীমাবদ্ধ ছিলেন না, হিন্দি ও বাংলাতেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তবু তাঁর শিকড় ছিল মাতৃভূমি আসামে, যে মাটিকে তিনি আজীবন হৃদয়ে লালন করেছেন। সেই আসামের মাটিতেই এখন চলছে অপেক্ষার প্রহর—শেষবারের মতো সুরের জাদুকরকে বিদায় জানানোর।
