দেশ – দেবীপক্ষের শুরু থেকেই সাধারণ মানুষের মুখে হাসি চওড়া হতে চলেছে। ২২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় প্রজন্মের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST 2.0) কার্যকর হচ্ছে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসের দাম কমে যাবে। ইতিমধ্যেই মারুতি ও মাদার ডেয়ারি দাম কমানোর ঘোষণা দিয়েছে।
উপভোক্তা বিষয়ক দফতর কোম্পানিগুলিকে সংশোধিত নির্দেশিকা পাঠিয়েছে। তবে স্থানীয় দোকান ও মলগুলির সিস্টেমে তা নথিভুক্ত নাও হতে পারে। তাই গ্রাহকদের সচেতন থাকতে হবে এবং দেখতে হবে কোন পণ্যের দাম কত কমেছে। নতুন বিধি অনুযায়ী উৎপাদক, প্যাকার এবং আমদানিকারকরা নতুন দামের লেবেল লাগাতে পারবেন, যা ২২ সেপ্টেম্বরের আগেই সম্পন্ন করতে হবে। ফলে প্যাকেট বা পণ্যে পুরনো দাম ও নতুন দাম—দুটি দেখার সুযোগ থাকবে।
নতুন জিএসটি অনুযায়ী, মাত্র দুটি স্তর থাকবে—অধিকাংশ পণ্যের জন্য ৫% ও ১৮%। বিলাসবহুল সামগ্রীর ক্ষেত্রে জিএসটি ধরা হচ্ছে ৪০%, আর তামাক ও তামাকজাতীয় পণ্যে ২৮% সঙ্গে সেস প্রযোজ্য। চলতি ৫%, ১২%, ১৮%, ২৮% স্তরগুলো অবলুপ্ত করা হয়েছে।




















