কলকাতা – কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষের মনে এখন একটাই প্রশ্ন— দুর্গাপুজোয় কি বৃষ্টি হবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সেই আশঙ্কাকে আরও জোরদার করেছে। তাদের মতে, ২১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কলকাতার জন্যও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে ২২-২৩ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি নামতে পারে। আবার ২৬ সেপ্টেম্বর আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২৭ তারিখের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে পুজোর সময় বৃষ্টির ভ্রুকুটি থেকেই যাচ্ছে। তবে ২৪ সেপ্টেম্বর নাগাদ আরও স্পষ্ট পূর্বাভাস জানানো হবে।
এর মধ্যেই পুজোর মুখে নতুন দুশ্চিন্তার কারণ হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। তারা ৪৯ হাজার ৪৪১ কিউসেক জল ছেড়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। গালুডি থেকেও ছাড়া হয়েছে প্রায় ৩৫ হাজার কিউসেক জল। এই ঘটনাকে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া ‘অমানবিক’ বলে তীব্র সমালোচনা করেছেন।
