উত্তর 24 পরগণা – বাসুদেবপুর থানার অন্তর্গত রাহুতা এলাকা থেকে উদ্ধার হয়েছে শেখ সাব্বির ওরফে সাহেবের মৃতদেহ। সাহেবই ছিলেন গত শনিবার হীরা কুরেশি খুনের ঘটনায় মূল অভিযুক্ত। অভিযোগ উঠেছে, এই খুনের পেছনে হাত রয়েছে সওকত আলির, যিনি ভাটপাড়া থানার আইসির ব্যবসায়িক পার্টনার। ফলে সওকতকে রক্ষা করার চেষ্টা করছে পুলিশ, এমনই দাবি করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
অর্জুন সিং একটি ছবিও প্রকাশ করেছেন, যেখানে ভাটপাড়া থানার আইসির সঙ্গে জন্মদিনের কেক কাটতে দেখা যাচ্ছে শওকত আলিকে। তবে এই প্রসঙ্গে মাঠপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানিয়েছেন, বিষয়টি পুলিশের তদন্তাধীন। তিনি ব্যক্তিগতভাবে মৃত ব্যক্তিকে চিনতেন না বলেও দাবি করেছেন।
