রাজ্য – আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের সঙ্গে তুলনা করা হলো। এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমন মন্তব্য করেছিলেন। এবার একই সুর শোনা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি প্রকাশ্যে দাবি করেন, মহাপ্রভু শ্রীচৈতন্যের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়।
অতীতে দলীয় নেতা-কর্মীরা মুখ্যমন্ত্রীকে কখনও মা সারদা, কখনও নেতাজি, কখনও আবার মাদার টেরিজার সঙ্গে তুলনা করেছেন। সেই তালিকাতেই যুক্ত হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম। মূলত, এসআইআর (SIR) এবং ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ ঘিরে শনিবার বিকেলে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁর নীলদর্পণ ভবনের সামনে আয়োজিত হয় একটি প্রতিবাদ সভা।
সেই সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস এবং অন্যান্য নেতৃত্ব। এই মঞ্চ থেকেই পার্থ ভৌমিক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এসআইআর ইস্যুতে। আর ওই একই সভায় ঋতব্রতের বক্তব্যে উঠে আসে মুখ্যমন্ত্রীকে মহাপ্রভুর উত্তরাধিকারী বলে দাবি করার প্রসঙ্গ।
ফলে, রাজনৈতিক মহলে ফের চর্চার কেন্দ্রে উঠে এসেছে মুখ্যমন্ত্রীকে ঘিরে এই নতুন তুলনা।
