হাওড়া – ব্লক কমিটি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে চমক। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। ভোটের আগে তাঁর এই পদত্যাগ ঘিরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তিনি তাঁর পদত্যাগপত্র দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠিয়েছেন।
সমীর পাঁজা জানিয়েছেন, তিনি আগেই প্রস্তাব করেছিলেন আমতা, উলুবেড়িয়া উত্তর ও সাঁকরাইল কেন্দ্রে বর্তমান সভাপতিদের পরিবর্তন করে নতুন নেতৃত্বকে দায়িত্ব দেওয়ার। সেই সময়ে দলীয় নেতৃত্ব এই বিষয় নিয়ে বৈঠক করার আশ্বাসও দিয়েছিল। কিন্তু তাঁর অভিযোগ, এরপর আর কোনও বৈঠক হয়নি। একাধিকবার সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
অভিযোগ এখানেই শেষ নয়। সমীর পাঁজা আরও বলেছেন, যে তিনটি কেন্দ্রে পরিবর্তনের কথা তিনি তুলেছিলেন, সেখানকার সভাপতিদের পদে কোনও রদবদল হয়নি। আর এই ঘটনার প্রতিবাদেই তিনি হাওড়া গ্রামীণ জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
ভোটের আগে জেলা কমিটিতে এমন পদত্যাগে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই জোর গুঞ্জন শুরু হয়েছে।
