হাওরা – লিলুয়া থানার সি রোড লোহা গেটে দুষ্কৃতীদের ছুরি হামলায় গুরুতর আহত হলেন এক যুবক। শনিবার সন্ধ্যায় বাড়ির সামনে গলিতে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। হঠাৎই একটি বাইকে করে দুই দুষ্কৃতী এসে ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপাতে শুরু করে তাঁরা।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লিলুয়া থানায় নিয়ে যান। পরে পুলিশ তাঁকে হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর যুবককে ছেড়ে দেওয়া হয়েছে, তবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
ঘটনার পর আহতের পরিবার ও এলাকাবাসী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়ে একজন দুষ্কৃতী হেমন্ত মিশ্র ওরফে গোলুকে আটক করা হয়েছে। তবে এই হামলায় জড়িত আরেক দুষ্কৃতী পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
