বিনোদন – ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে পর্ণার ভাই পিকলু চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ— একাধিক কাজে তাঁর অভিনয় জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি গানেও প্রতিভা দেখিয়েছেন ঋষভ, প্লেব্যাক সিঙ্গার হিসেবেও শুরু করেছেন কেরিয়ার। এর মাঝেই একেবারে ভিন্ন লুকে হাজির হয়ে আলোচনায় এলেন তিনি।
পুজোর আগে অভিনেতারা শ্যুট করান বটে, তবে ঋষভের সাম্প্রতিক ভাইরাল ফটোশ্যুট একেবারেই আলাদা। ঘিয়ে রঙের পাঞ্জাবি, কপালে কলকা, গলায় ফুলের মালা— তার সঙ্গে কানে তামাটে রঙের ইয়ারকাফে সাজিয়ে তুলেছিলেন নিজেকে। সাধারণত পুরুষদের কানে ছোট দুল দেখা যায়, কিন্তু ঋষভের এই ব্যতিক্রমী সাজেই চমকে গেলেন অনেকে। পুরনো হলেও ছবিগুলো ফের ভাইরাল হতে শুরু করেছে।
এই লুক যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি একাংশ নেটিজেন কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ লিখেছেন, “কানে এসব কি?” কেউ বলেছেন, “জোকারের মতো লাগছে।” তবে এই সমালোচনাকে পাত্তা দেননি ঋষভ। নিজের সাজপোশাক নিয়ে আত্মবিশ্বাসী তিনি।
অল্প সময়েই পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন ঋষভ। নায়ক-নায়িকার ভাই, বন্ধু বা দেওরের ভূমিকায় তাঁকে দেখা গেছে একাধিক সিরিয়ালে— নিম ফুলের মধু, পুবের ময়না, অনুরাগের ছোঁয়া। টেলিভিশনের পাশাপাশি তথাগত মুখোপাধ্যায়ের রাস ছবিতে অভিনয় করেছেন তিনি। নিজের গানের অ্যালবামও প্রকাশ করেছেন। তবে বর্তমানে ছোটপর্দা থেকে কিছুটা বিরতি নিয়ে বড়পর্দা ও ওয়েব সিরিজে মনোযোগ দিতে চান ঋষভ। অভিনয় ও সংগীত— দুই ক্ষেত্রেই পরিচিতি গড়ে তুলতে বদ্ধপরিকর তিনি।
