গুলশন কলোনির দাপুটে মিনি ফিরোজ গ্রেফতার, দিল্লি থেকে কলকাতায় ফিরছে

গুলশন কলোনির দাপুটে মিনি ফিরোজ গ্রেফতার, দিল্লি থেকে কলকাতায় ফিরছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – গুলশন কলোনিতে প্রকাশ্যে গুলি ও বোমাবাজির ১০ দিন পর অবশেষে কলকাতা পুলিশের জালে ধরা পড়ল মিনি ফিরোজ (Mini Feroz)। রবিবার সন্ধ্যা ৬টায় দিল্লির আজমের গেট থেকে গ্রেফতার করা হয় গুলশন কলোনির কুখ্যাত দাপুটে নেতাকে। পুলিশ সূত্রে জানা, বিমানযোগে জরুরি ভিত্তিতে বাংলায় নিয়ে আসা হচ্ছে তাঁকে। গভীর রাত বা আগামীকাল সকাল নাগাদ কলকাতা গোয়েন্দা দফতরের আধিকারিকরা ফিরোজকে নিয়ে শহরে পৌঁছবেন।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশন কলোনিতে সিনেমার মতো দৃশ্যে গুলি-বোমা ছোড়া হয়। ঘটনার সঙ্গে স্থানীয় দাপুটে মুখ ফিরোজ খানের নাম জড়ায়, যিনি এলাকায় ‘মিনি ফিরোজ’ নামে পরিচিত। অন্যান্য অভিযুক্তরা দ্রুত ধরা পড়লেও, পুলিশকে বারবার ঠকিয়ে পালিয়ে ছিলেন ফিরোজ। সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে তিনি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিলেন।

তদন্তে উঠে আসে, মিনি ফিরোজ ট্রেনের বদলে সড়কপথে বিহারে পালিয়ে গিয়েছিলেন এবং সেখানে একাধিক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে তার সংযোগ ছিল। গোয়েন্দারা জানিয়েছেন, সে বিহারে ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিল। সিম ছাড়া ওয়াইফাই জোন ব্যবহার করে ফেসবুকে সক্রিয় থাকা এবং প্রশাসনের নজর এড়ানো ছিল তার কৌশল। পুলিশ সূত্রে জানা, তিনি এক স্থানে ঘণ্টা দু’একের বেশি থাকতেন না, ফলে ট্র্যাক করা কঠিন হয়ে পড়েছিল।

অবশেষে দিল্লি থেকে গ্রেফতার হওয়া মিনি ফিরোজকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। আগামীকাল আদালতে পেশের পর হেফাজতে নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top