ত্রিপুরা – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ত্রিপুরা সফরে যাচ্ছেন। তাঁর সফরের মূল উদ্দেশ্য গোমতী জেলার উদয়পুরে অবস্থিত পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন করা। এই মন্দির ভারতের ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি এবং প্রায় ৫২৪ বছর পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা।
মোদি পূর্বে অরুণাচল প্রদেশ সফর সম্পন্ন করে বিকেল ৩টায় ত্রিপুরায় পৌঁছাবেন। সেখানে পৌঁছানোর পর সরাসরি মাতাবাড়িতে গিয়ে মন্দির উদ্বোধন করবেন এবং কালী মন্দিরে পূজা অর্পণ করবেন। মন্দির উদ্বোধন ও পূজা অনুষ্ঠানে স্থানীয় ভক্ত ও নাগরিকরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
