মেমারিতে কূপ খননে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই শ্রমিক

মেমারিতে কূপ খননে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই শ্রমিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান – পূর্ব বর্ধমানের মেমারিতে সেপটিক ট্যাঙ্কের জন্য কূপ খনন করতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার সকালে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে প্রাণ হারান দুই শ্রমিক। মৃতদের নাম সাবির আলি প্রধান ও সামু। সাবির আলির বাড়ি পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামে, আর সামুর বাড়ি হুগলির পাণ্ডুয়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মেমারির উত্তর কৈলাশপুর গ্রামের বাসিন্দা দেবাশিস সিংহরায়ের বাড়িতে পাঁচ জন শ্রমিক কূপ খননের কাজে যোগ দেন। প্রথমে দুই শ্রমিক কূপে নামতেই বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করতে আরও তিন জন শ্রমিক কূপে নামেন। কিন্তু তাঁরাও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের উপরে তুলে আনা হলেও প্রথম দুই শ্রমিক কূপের ভেতরেই আটকে পড়ে যান।

খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তখনই মৃত্যু হয় দুই শ্রমিকের। তাঁদের মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক মত, কূপের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসেই প্রাণ হারিয়েছেন তাঁরা।

অন্য তিন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁরা সুস্থ হয়ে ওঠেন। সহকর্মীদের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাকিরা। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top