কলকাতা – সাতসকালে খিদিরপুর ওয়েস্ট পোর্ট থানার অন্তর্গত এলাকায় মিলল রক্তাক্ত দেহ। ডিসি অফিস থেকে মাত্র ৫০ মিটার দূরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল, আর চারপাশে রক্ত ছড়িয়ে ছিল। স্থানীয়দের নজরে আসতেই খবর যায় পুলিশে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
অফিসপাড়া এলাকায় এমন রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে এই হত্যাকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
