দক্ষিন 24 পরগণা – সোমবার ভোরেই তারাতলা উড়ালপুলে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। ভোর পাঁচটা নাগাদ একটি পণ্যবাহী গাড়ি উড়ালপুলের খিদিরপুরগামী রাস্তায় স্থাপিত ‘হাইট বার’-এ ধাক্কা মারে। প্রবল ধাক্কায় লোহার কাঠামো দুমড়েমুচড়ে ভেঙে পড়ে রাস্তায়। এর জেরেই সপ্তাহের প্রথম কাজের দিনের সকালেই ব্যাপক যানজট তৈরি হয় ডায়মন্ড হারবার রোডে।
দুর্ঘটনার পর আপাতত খিদিরপুরগামী দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। উল্টো দিকের লেন দিয়ে ধীর গতিতে গাড়ি চললেও তাতেই তৈরি হয়েছে দীর্ঘ যানজট। অফিসযাত্রী ও সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জানা গিয়েছে, সম্প্রতি উড়ালপুলে ভারী যান চলাচল নিয়ন্ত্রণ এবং পণ্যবাহী গাড়ির উচ্চতা নিয়ন্ত্রণে রাখতে ওই ‘হাইট বার’ বসানো হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, কাঠামোয় আলো না থাকায় চালক সেটি দেখতে পাননি। ধাক্কা মারার ফলে পুরো কাঠামো ভেঙে পড়ে।
ঘটনার পরপরই ভেঙে পড়া লোহার কাঠামো সরানোর কাজ শুরু হয়েছে। একইসঙ্গে দ্রুত ‘হাইট বার’ মেরামতির কাজও চলছে বলে জানা গিয়েছে।
