ভাইরাল – রাজস্থানের পুষ্করের একটি হোটেলের শৌচাগারে অপ্রত্যাশিতভাবে দেখা মিলেছে পাঁচ ফুটের বিষধর গোখরোর। কমোডের ভিতর থেকে হিসহিস করার শব্দ শুনে অতিথিরা চমকে উঠেন। হোটেলের দ্বিতীয় তলার ঘরে উপস্থিত একজন পর্যটক শৌচাগার ব্যবহার করতে গিয়ে কমোডের ভিতরে বসে থাকা সাপটিকে দেখেন।
ঘরের মধ্যে থাকা অতিথিরা দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োয় দেখা যায়, গোখরোটি ফণা উঁচিয়ে অল্প অল্প দুলছে। দেহের অর্ধেক কমোডের ভিতরে, বাকি অংশ প্রকাশ্যে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হোটেল জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
হোটেল কর্তৃপক্ষ দ্রুত সাপ উদ্ধারকারী দলকে খবর দেন। উপস্থিত সদস্যরা সাপটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেন।
ঘটনার ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘দ্যঅ্যাক্স়ড্রপ’ অ্যাকাউন্টে পোস্ট করা হয় এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটাগরিকরা চমকে ওঠেন, কেউ লিখেছেন, ‘‘যখনই আমি বাথরুমে যাই তখন আমার দুঃস্বপ্ন,’’ আবার কেউ মজার ছলে মন্তব্য করেছেন, ‘‘এই শৌচাগারে বসলেই সমস্ত পাপ ধুয়ে যাবে।’’
