কলকাতা – কলকাতায় জলযন্ত্রণার প্রভাব এখনও কাটেনি। সোমবার রাত থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শহরে বুধবার সকালে কিছু অংশে জল এখনও জমে থাকলেও বেশিরভাগ এলাকা জলমুক্ত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, পাশাপাশি বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৯১ শতাংশ।
গতকাল সকাল সাড়ে ৬টা থেকে বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৭.৬ মিলিমিটার। একইভাবে গতকাল সকাল সাড়ে আটটা থেকে বৃষ্টি হয়েছে ৩.৬ মিলিমিটার। এদিন দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়—দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া—ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে আগামীকাল আরও একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন নিম্নচাপের কারণে পঞ্চমীতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা আছে। ফলে পুজোর চারদিনও বৃষ্টির প্রভাব থাকতে পারে, যা বড়পুজোর আনন্দে জল ঢালতে পারে।
