‘গুনগুন করে মহুয়া’: বড় পর্দায় আসছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক

‘গুনগুন করে মহুয়া’: বড় পর্দায় আসছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – বাঙালি চলচ্চিত্রের ইতিহাসের এক অনন্য নাম মহুয়া রায়চৌধুরীকে বড় পর্দায় তুলে ধরা হচ্ছে নতুন বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’-তে। রানা সরকারের প্রযোজনায় এবং সোহিনী ভৌমিকের পরিচালনায় এই ছবি তৈরি হচ্ছে। টলিপাড়ায় দীর্ঘদিন জল্পনা চলছিল, কারা এই চরিত্রে অভিনয় করবেন। অবশেষে জানা গেছে, জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-র মুখ্য চরিত্র অঙ্কিতা মল্লিকই মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় বড় পর্দায় পা রাখছেন।

অঙ্কিতা মল্লিক এক সংবাদ মাধ্যমে জানান, “মহুয়া রায়চৌধুরীর মতো একজন লেজেন্ডের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। ভাবলেই নার্ভাস লাগছে, তবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। দু’দিন আগেই সব ঠিক হয়েছে। প্রথমবার বড় পর্দায় কাজ করব। প্রযোজক রানা সরকার ও পরিচালক সোহিনী ভৌমিককে অনেক ধন্যবাদ।”

মহুয়া রায়চৌধুরী মাত্র ২৬ বছরের ছোট্ট জীবনে প্রায় ৮০টি ছবিতে অভিনয় করেছেন। বাণিজ্যিক ধারার ছবি থেকে শুরু করে সমান্তরাল সিনেমা—উভয় ক্ষেত্রেই তিনি নিজস্ব প্রতিভার ছাপ রেখেছেন। সমালোচক ও দর্শক সকলে তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। তবু, বাংলা বিনোদন দুনিয়ার আলোচনায় তিনি যেন অনেকটা ‘দুয়োরানি’র মতো অবহেলিত রয়ে গেছেন।

আজকের প্রজন্মের পাশাপাশি আগের প্রজন্মও হয়তো তাঁর জন্মদিন, জন্মমাস বা ২২ জুলাই মৃত্যুদিবসের কথা মনে করতে পারবে না। তপন সিংহ, তরুণ মজুমদারের মতো পরিচালকরা তাঁকে স্নেহ করতেন এবং প্রতিভার মূল্য দিতেন। তবে বিতর্কিত ব্যক্তিজীবন এবং অকালমৃত্যুর রহস্যের কারণে মহুয়া রায়চৌধুরী প্রজন্মান্তরে অনেকটা আড়াল হয়ে গিয়েছিলেন। প্রযোজক রানা সরকারের উদ্দেশ্য হল মহুয়ার আলো-আঁধারি ভরা জীবনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top