গুটখার পিক ফেলায় দুই পথচারীকে চড়, মাঝরাস্তায় কান ধরে ওঠবস—ভাইরাল পঞ্জাবের ভিডিও

গুটখার পিক ফেলায় দুই পথচারীকে চড়, মাঝরাস্তায় কান ধরে ওঠবস—ভাইরাল পঞ্জাবের ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাইরাল – রাস্তায় গুটখার পিক ফেলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটল পঞ্জাবে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক তরুণ প্রকাশ্য রাস্তায় দুই পথচারীকে শাস্তি দিচ্ছেন।ঘটনার শুরুতে দেখা যায়, গাড়ি নিয়ে যাচ্ছিলেন ওই তরুণ। চালকের পাশের আসনে বসেছিলেন তিনি। সেই সময় রাস্তার ধারে দুই পথচারী গুটখার পিক ফেলছিলেন।
দৃশ্যটি নজরে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তরুণ। গাড়ি থামিয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং দুই পথচারীকে দাঁড়াতে বলেন।এরপর রাগের মাথায় গালে ঠাস করে চড় মারেন তিনি। আচমকা এই আচরণে হতভম্ব হয়ে পড়েন পথচারীরা।

কিন্তু এখানেই শেষ নয়। অপরিচ্ছন্নতা সৃষ্টির অভিযোগে তাঁদের মাঝরাস্তায় কান ধরে ওঠবস করার নির্দেশ দেন ওই তরুণ।শাস্তি এড়ানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত মাথা পেতে নেন দুই পথচারী। সেখানেই কান ধরে ওঠবস শুরু করেন তাঁরা।ভিডিয়োয় দেখা যায়, ক্ষমা চাইতে তরুণের পায়ের কাছে মাথাও নত করেন দুই পথচারী। তবুও শাস্তি থেকে মুক্তি মেলেনি তাঁদের।ঘটনার সময় তরুণের সঙ্গী, অর্থাৎ গাড়ির চালক, গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন। সেই ভিডিয়োই এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

‘দ্য এক্সপ্লয়েটেড ট্যাক্সপেয়ার’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।
ভিডিয়োটি ঘিরে নেটাগরিকদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। একাংশ তরুণকে সমর্থন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এরকম কঠোর শাস্তিই দরকার ছিল।আবার অনেকে বলেছেন, ‘‘উদ্দেশ্য সঠিক হলেও পদ্ধতি ভুল। মারধর না করে ভালভাবে বোঝালেই পারতেন।’’
ঘটনার পর থেকে ভিডিয়োটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। কেউ এটিকে শৃঙ্খলার শিক্ষা হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনা করছেন প্রকাশ্যে মারধর ও অপমানের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top