রাজ্য – পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণাঞ্চলে আজ বৃষ্টিপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে নতুন নিম্নচাপ গঠিত হওয়ার সম্ভাবনার কারণে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আইএমডি জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রপাতসহ ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) বইতে পারে, যা কিছু জায়গায় ৫৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে। স্কোয়ালি আবহাওয়ার কারণে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের ঝুঁকি রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলোতে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে, আজ মূলত মেঘলা আকাশ থাকবে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে দুপুর-বিকেলে তীব্রতা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮-৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সাব-হিমালয়ান রিজিয়নে বজ্রপাতসহ মাঝারি বৃষ্টি বহু জায়গায় হতে পারে, যা সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভূমিধস ও নদীতে জলস্ফীতির কারণ হতে পারে। আজকের বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় ৬৪.৫-১১৫.৫ মিমি হতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ববর্ধমান, আবহাওয়া কিছুটা উন্নত হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ এবং স্থানে স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় দুপুরের দিকে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে, যা সন্ধ্যায় কমে যাবে।
আইএমডি সতর্ক করেছে, দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় স্কোয়ালি আবহাওয়া থাকতে পারে এবং হাওয়ার গতি ৩৫-৪৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে। জলোচ্ছ্বাসের সম্ভাবনার কারণে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির কার্যকলাপ বাড়তে পারে। স্থানীয় প্রশাসনকে ত্রাণ ব্যবস্থা ও নদীপারের লোকজনকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে।
