বৃষ্টিতে তছনছ কুমোরটুলি, প্রতিমা মণ্ডপে পৌঁছানোর দুশ্চিন্তা

বৃষ্টিতে তছনছ কুমোরটুলি, প্রতিমা মণ্ডপে পৌঁছানোর দুশ্চিন্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – প্রবল বৃষ্টির প্রলয়ে মাথায় হাত পড়েছে ব্যবসায়ী ও মৃৎশিল্পীদের। অনেক প্রতিমা মণ্ডপে পাঠানোর উদ্দেশ্যে রওনা দিলেও অধিকাংশ এখনও কুমোরপাড়াতেই পড়ে রয়েছে। কুমোরটুলিতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, কিন্তু প্রবল বৃষ্টিতে শিল্পীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পাশে থাকা গঙ্গা থেকেও হু হু করে জল ঢুকছে, আর সেই জলে ধুয়ে গেছে প্রতিমার কাঠামো। ইতিমধ্যেই বেশ কিছু প্রতিমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিছু মৃৎশিল্পী প্লাস্টিক ব্যবহার করে প্রতিমা ঢাকতে চেষ্টা করেছেন, কিন্তু পুরোপুরি সফল হয়নি। কুমোরটুলির মৃৎশিল্পী মালা পাল বলেন, এরকম প্রবল বৃষ্টি আগে কখনো হয়নি। জলবৃন্দের কারণে প্রতিমার ক্ষতি বেড়েছে, এবং এখনও অনেক প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া বাকি। ক্ষয়ক্ষতি সামলে শেষ মুহূর্তে কীভাবে মণ্ডপে প্রতিমা পৌঁছানো যাবে, তা নিয়ে শিল্পীরা কূলকিনারা পাচ্ছেন না। চোখে জল অনেকেরই।

মৃৎশিল্পীদের মতো পুজো উদ্যোক্তাদেরও কপালে চিন্তার ভাঁজ। প্রবল বৃষ্টিতে সময়মতো মণ্ডপে প্রতিমা পৌঁছানো সম্ভব হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই। সকাল থেকে কুমোরটুলিতে দেখা গেল প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার দীর্ঘ লাইন। আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় অনেকেই রোদে প্রতিমা নিয়ে মণ্ডপে পৌঁছাচ্ছেন, ঢাক বাজিয়ে উৎসবের আবহ সৃষ্টি করছেন। তবে সামনেই আরেকটি নিম্নচাপের সম্ভাবনা থাকায় উদ্যোক্তারা দেরি করতে চাইছেন না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top