প্রথম হিট ছবির নায়িকা! দেবের অনুষ্ঠানে কেন দেখা গেল না পায়েল সরকারকে?

প্রথম হিট ছবির নায়িকা! দেবের অনুষ্ঠানে কেন দেখা গেল না পায়েল সরকারকে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – দেবের দ্বিতীয় ছবি আই লাভ ইউ-তে দর্শকদের নজর কেড়েছিলেন পায়েল সরকার। রবি কিনাগির সেই ছবিতে দেব-পায়েল জুটি বক্স অফিসে সাড়া ফেলেছিল। এরপর লে ছক্কা ও বাওয়ালি আনলিমিটেড-এও তাঁদের রসায়ন দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিলেন।

সম্প্রতি রঘু ডাকাত ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চে দেবের অভিনয় জীবনের বিশেষ উদযাপন হয়। সেখানে উপস্থিত ছিলেন কোয়েল, শ্রাবন্তী, নুসরত, পূজা, সায়ন্তিকা-সহ টলিউডের একঝাঁক তারকা নায়িকা। তবে অনুপস্থিত ছিলেন দেবের প্রথমদিকের নায়িকা পায়েল সরকার। শুধু তাই নয়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রুক্মিণী মৈত্রকেও দেখা যায়নি এই অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় এই অনুপস্থিতি নিয়েই শুরু হয় নানা জল্পনা।

অবশেষে পায়েল নিজেই জানালেন কারণ। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, তিনি বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। তাই এসভিএফ ও দেবের পক্ষ থেকে আমন্ত্রণ পেলেও উপস্থিত থাকতে পারেননি। অর্থাৎ ব্যক্তিগত কারণে নয়, শুধুই সফরের জন্যই বাদ পড়লেন এই উদযাপন থেকে।

উল্লেখ্য, বড়পর্দায় দীর্ঘদিন রাজ করেছেন পায়েল সরকার। দেব ছাড়াও অঙ্কুশ, হিরণ, আবির, সোহম-সহ বহু তারকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে ২০২২ সালে দ্য একেন বাবু ছবিতে শেষবার বড়পর্দায় দেখা যায় তাঁকে। এরপর থেকে সিনেমায় না থাকলেও ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top