পুজোর আগে রাজনীতিতে চমক: অভিষেকের সঙ্গে বৈঠক শোভন চট্টোপাধ্যায়ের

পুজোর আগে রাজনীতিতে চমক: অভিষেকের সঙ্গে বৈঠক শোভন চট্টোপাধ্যায়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – পুজোর মুখে বাংলার রাজনীতিতে হঠাৎ নতুন চমক দেখা দিয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য্যের সঙ্গে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের দেখা ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আসন্ন নির্বাচনে কি ফের তৃণমূলের দলে ঘরওয়াপসি ঘটতে চলেছে শোভনের?

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে শোভন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, কিন্তু সেখানে দীর্ঘস্থায়ী মন টেকেনি। প্রায় দুই বছর পর পদ্ম শিবির থেকে দূরত্ব তৈরি করেন এবং এরপর রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় থাকেন। এবার হঠাৎ অভিষেকের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে।

শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই সাক্ষাতকে ‘হঠাৎ’ বলাটা ভুল। কারণ মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্য্যের পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি নিজেকে সেই পরিবারের অংশ মনে করেন এবং মমতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৈঠকে মূলত দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং শোভন দলের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি নির্দেশ পেলে তৃণমূলের যেকোনো কাজে যুক্ত হতে রাজি।

শোভন আরও বলেন, অভিষেককে ছোটবেলা থেকে দেখেছেন এবং তাঁর রাজনৈতিক বিকাশ ও দায়িত্ব গ্রহণের পরিণত ভাব দেখে মুগ্ধ হয়েছেন। এটি প্রমাণ করে যে, বড়দের কাছ থেকে ছাড়া ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে কি না, সে বিষয়ে শোভন জানান, এখনও তা ঠিক হয়নি। সময় হলে অবশ্যই দিদির সঙ্গে দেখা হবে। এখন শুধু অপেক্ষার পালা, ফের সবুজ-মেরুন শিবিরে দেখা যাবে কি না এককালের দাপুটে নেতাকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top