কলকাতা – কলকাতায় দুর্গাপুজোর মরসুমে চতুর্থীর দিন সকালে চেতলা অগ্রণী ক্লাবের জনপ্রিয় পুজো মণ্ডপে অপ্রত্যাশিতভাবে আগুন লাগার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে মণ্ডপটিতে অগ্নিকাণ্ড ঘটে এবং খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এই অনভিপ্রেত দুর্ঘটনার কারণে পুজো কমিটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে।
দর্শনার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে চতুর্থীর দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর মণ্ডপটি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিবৃতিতে চেতলা অগ্রণী পুজো কমিটি জানিয়েছে, ‘এক অভূতপূর্ব দুর্ঘটনার কারণে চেতলা অগ্রণী ক্লাব প্যান্ডেল আজ বন্ধ থাকবে। ভক্ত এবং দর্শনার্থীদের জন্য এটি কখন খোলা হবে তা আমরা শীঘ্রই জানাব। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
তৃতীয়ার দিনেই দর্শনার্থীদের জন্য মণ্ডপটি খুলে দেওয়া হয়েছিল। দক্ষিণ কলকাতার এই পুজো বিশেষভাবে জনপ্রিয় এবং এটি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের পুজো হিসেবে পরিচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রতিমার চক্ষুদান করেছেন। এ বছর মণ্ডপের থিম ছিল ‘অমৃত কুম্ভের সন্ধানে’, যা সাহিত্যিক সমরেশ বসুকে শ্রদ্ধার্ঘ্য। হঠাৎ মণ্ডপ বন্ধ হয়ে যাওয়ায় বহু দর্শনার্থী হতাশ হয়েছেন।
মণ্ডপ ফের কখন খোলা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। উৎসবপ্রেমীরা পুজো কমিটির পরবর্তী ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন।
