প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য আজ নির্ধারণ হতে চলেছে। কলকাতা হাইকোর্ট আজ, শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর জামিন আবেদনের রায় ঘোষণা করবে। সকাল সাড়ে ১০টায় বিচারপতি শুভ্রা ঘোষ এই রায় দেবেন। দীর্ঘদিন ধরে জেলবন্দি রয়েছেন পার্থ। ২০২২ সালে ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর থেকে একাধিক মামলায় তাঁর নাম জড়িয়েছে। তবে সম্প্রতি তিনি একাধিক মামলায় জামিন পেয়েছেন। ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন মিলেছে, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলাতেও আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাঁকে জামিন মঞ্জুর করেছে। এখন শুধু প্রাথমিকে নিয়োগ মামলাটিই বাকি রয়েছে।

আইনজীবীদের মতে, যদি এই মামলাতেও পার্থ জামিন পান, তবে প্রায় আড়াই বছর পর তাঁকে জেল থেকে মুক্তি মিলবে। ফলে পুজোর আগেই তিনি বাড়ি ফিরে আসতে পারেন। গত ২৭ ডিসেম্বর এই মামলায় চার্জশিট জমা দেয় সিবিআই। চার্জশিটে পার্থ ছাড়াও অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়দের নাম রয়েছে। সিবিআই আদালতে পার্থকে ‘মূল মাথা’ হিসেবে চিহ্নিত করে জামিনের বিরোধিতা করা হয়েছিল। তাঁদের দাবি ছিল, পার্থ বাইরে এলে তদন্তে প্রভাব পড়তে পারে।

২০২২ সালের ২২ জুলাই ইডি পার্থের নাকতলার বাড়িতে অভিযান চালায়। একই সঙ্গে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৪৯ কোটি টাকা উদ্ধার হয়। এই ঘটনার পরেই পার্থ ও অর্পিতা দুজনেই গ্রেফতার হন। অর্পিতা ইতিমধ্যেই জামিন পেয়েছেন, তবে পার্থ এখনও জেলবন্দি।

অনেক আইনি বিশেষজ্ঞ মনে করছেন, দীর্ঘদিন কোনো অভিযুক্তকে জেলে রাখা আইনসম্মত নয়, যদি পর্যাপ্ত প্রমাণসহ চার্জশিট দাখিল না করা হয়। কেন্দ্রীয় সংস্থার দীর্ঘসূত্রি তদন্ত নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এখন দেখার, প্রায় তিন বছর পর আদালতের রায়ে পার্থের ভাগ্যে কী লেখা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top