বিদেশ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি নতুন বাণিজ্যিক পদক্ষেপ ঘোষণা করেছেন, যা বিশেষভাবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিকে চিন্তায় ফেলেছে। তিনি জানিয়েছেন, ১ অক্টোবর থেকে আমেরিকায় আমদানিকৃত বেশ কয়েকটি পণ্যের ওপর বড় অঙ্কের কর আরোপ করা হবে। সবচেয়ে বড় পরিবর্তন আসছে ওষুধ খাতে।
ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমেরিকায় কারখানা না গড়ে, তাহলে তাদের ওপর ১০০% আমদানি কর বসানো হবে। তিনি আরও বলেছেন, ‘কাজ শুরু করতে হবে, নির্মাণাধীন থাকতে হবে, নইলে কোনো ছাড় নেই।’ নতুন শুল্ক কাঠামো অনুসারে ওষুধে ১০০%, রান্নাঘর ও বাথরুম ক্যাবিনেটে ৫০%, আসবাবে ৩০% এবং হেভি ট্রাকে ২৫% আমদানি কর বসানো হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, বিদেশি প্রযোজকরা মার্কিন বাজার প্লাবিত করছে, যার ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেছেন, আসবাবপত্র ও ক্যাবিনেট আমাদের বাজার ভরিয়ে দিচ্ছে এবং হেভি ট্রাকও একইভাবে ক্ষতি করছে। জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণে শুল্ক আরোপ অপরিহার্য। এর আগে হোয়াইট হাউস আরও কিছু বাণিজ্য কাঠামো ও কর ব্যবস্থা ঘোষণা করেছিল।
বিশ্লেষকরা মনে করছেন, বারবার নতুন শুল্ক চাপানো মুদ্রাস্ফীতি বাড়াবে এবং অর্থনৈতিক বৃদ্ধি বাধাগ্রস্ত করবে। ব্যবসায়ীরা ইতিমধ্যেই আগের করের চাপ সামলাচ্ছেন, তার মধ্যে নতুন খরচের অনিশ্চয়তা আরও বৃদ্ধি পাবে। তবে ট্রাম্প সব সমালোচনা উপেক্ষা করে বলেছেন, ‘আমরা আমেরিকান চাকরি রক্ষা করছি, আমাদের কারখানা রক্ষা করছি। যদি এখানে বিক্রি করতে চাও, তবে এখানেই গড়ে তোলো।’
