দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতায় অমিত শাহ

দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতায় অমিত শাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – তৃতীয়ার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছেছেন। দুর্গাপুজোর আবহে শহর তিলোত্তমার মতো সাজে উঠেছে। এই উৎসবে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতেই তিনি বিমানবন্দরে পৌঁছান। তাঁকে স্বাগত জানান শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহাও। স্বাগত জানানোর পর তিনি নিউটাউনের একটি হোটেলে অবস্থান করছেন।

শুক্রবার অমিত শাহ একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করবেন। সকালেই উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে অবস্থিত সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপ উদ্বোধন করবেন। এই মণ্ডপের আয়োজন করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এবারের থিম ‘অপারেশন সিঁদুর’।

এরপর তিনি দক্ষিণ কলকাতার কালিঘাট মন্দিরে পুজো দেবেন। এরপর সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (EZCC) বিজেপি-সমর্থিত ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধনও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top