মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের লালগোলার তারানগরে ভয়াবহ পদ্মা ভাঙনের জেরে বহু মানুষের ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। অনেকেই আবার ভাঙনের আশঙ্কায় নিজে থেকেই ভেঙে অন্যত্র সরে যাচ্ছেন। তাঁদের জন্য সরকারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হলেও সেখানে ঘটল অপ্রত্যাশিত ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের জন্য সরবরাহ করা খাবারের ভাতের মধ্যে কিলবিল করছে পোকা। সেই খাবার হাতে পেতেই বিস্ময় ও ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দুঃসময়ে ত্রাণ হিসেবে পাঠানো খাবারে এই ধরণের অব্যবস্থা দেখে স্বাভাবিকভাবেই ক্ষোভ জমেছে ভাঙনপীড়িতদের মধ্যে।
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করেছেন, প্রশাসনকে আরও সঠিকভাবে তদারকি করতে হবে, যাতে ভাঙনপীড়িতরা ন্যূনতম মানের খাবারও পেতে পারেন।
