বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য পুজো পরিক্রমার আয়োজন কলকাতা পুলিশের

বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য পুজো পরিক্রমার আয়োজন কলকাতা পুলিশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – পুজোর উৎসবে আনন্দ ভাগ করে নিতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। বুধবার শহরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বয়স্ক মানুষ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য এ বছরও থাকছে পুজো পরিক্রমা।

এই উদ্যোগে মোট ২২টি বাসের ব্যবস্থা করা হয়েছে। ওই বাসে বসেই শহরের বড় বড় নামী পুজো মণ্ডপে ভ্রমণের সুযোগ পাবেন তাঁরা। উদ্দেশ্য একটাই—যাঁরা দীর্ঘ সময় ধরে পুজো দেখতে বেরোতে পারেন না বা যাতায়াতে সমস্যার মুখে পড়েন, তাঁদের কাছে দুর্গোৎসবের আনন্দ পৌঁছে দেওয়া।

কলকাতা পুলিশের এই মানবিক উদ্যোগকে ইতিমধ্যেই অনেকেই সাধুবাদ জানিয়েছেন। প্রশাসনের আশা, এর মাধ্যমে উৎসবের আনন্দে আরও বেশি মানুষকে সামিল করা সম্ভব হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top