কলকাতা – কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের অবসরের পর আদালতে রদবদল দেখা দিল। বর্তমানে অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা সৌমেন সেন মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতির পদে যোগ দিতে চলেছেন। কেন্দ্রের অনুমোদন পাওয়ায় খুব শীঘ্রই তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
এই পরিস্থিতিতে সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নতুন অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সুজয় পাল।
শিবজ্ঞানমের বিদায়ের পর এই রদবদল আদালতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। গুরুত্বপূর্ণ মামলার শুনানি এবং আদালতের কার্যক্রমে রূপান্তরের সময় এটি এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে।
