দিল্লি – শুক্রবার গভীর রাতে দিল্লি সংলগ্ন হরিয়ানায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হলো। রাত প্রায় ১টা ৪৭ মিনিটে হঠাৎই কেঁপে ওঠে সোনিপত এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ধরা পড়ে ৩.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার সোনিপত।
আচমকা এই কম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘুম ভেঙে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে কাটে অনেকের সময়। চারিদিকে ভয়ের আবহ ছড়িয়ে পড়ে।
তবে স্বস্তির খবর, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
