তাহেরপুরে অগ্নিশিখা ক্লাবের ১১ তম বর্ষে অনন্য নিবেদন, এক টুকরো বেনারস

তাহেরপুরে অগ্নিশিখা ক্লাবের ১১ তম বর্ষে অনন্য নিবেদন, এক টুকরো বেনারস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – নদীয়ার তাহেরপুরে অগ্নিশিখা ক্লাবের এবারের পূজা এক বিশেষ আকর্ষণ। একেবারে বিনা চাঁদায়, শুধুমাত্র সদস্যদের থেকে অর্থ সংগ্রহ করে নির্মিত হয়েছে এই পূজা মণ্ডপ। ক্লাবের ১১ তম বর্ষপূর্তিতে তাঁদের নিবেদন—‘এক টুকরো বেনারস’।

মণ্ডপটি গড়ে তোলা হয়েছে বেনারসের শিব মন্দিরের আদলে। পাশাপাশি বেনারসের গঙ্গা ঘাটের আশেপাশের স্থাপত্য ভাস্কর্যও নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের সামনে তৈরি করা হয়েছে কৃত্রিম গঙ্গা, যেখানে চার দিন ধরে বেনারসের পণ্ডিতরা গঙ্গাআরতি করবেন।

ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে মণ্ডপ প্রাঙ্গণে। ক্লাব কর্তৃপক্ষের আশা, জেলার এই বিশাল আয়োজন কলকাতার বিগ বাজেট পুজোকেও টেক্কা দেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top