বিনোদন – সুপারস্টার ও জনপ্রতিনিধি দেব, অর্থাৎ দীপক অধিকারী বাংলা সিনেমার পর্দায় যেমন কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন, বাস্তব জীবনে মানবিকতার এক অনন্য নজিরও স্থাপন করেছেন। পুজোর মরশুমে ব্যস্ত প্রচারণার মধ্যেও তিনি মানবতার খোঁজ নিতে ছাড়লেন না।
এবার তাঁর সাহায্যের লক্ষ্য এক বৃদ্ধ, চিরঞ্জিৎ সেনগুপ্ত। মহাপঞ্চমীর দুপুরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি, যেখানে দেখা যায় বৃদ্ধ চিরঞ্জিৎবাবু হাতিবাগানের বিনোদিনী থিয়েটারের সামনে সাহায্যের জন্য আকুলভাবে পথচলতি মানুষের দিকে তাকিয়ে আছেন।
একসময় ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই বৃদ্ধের জীবন এখন কঠিন হয়ে উঠেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কিছু দিনের ব্যবধানে স্ত্রী ও একমাত্র পুত্রকে হারিয়েছেন।
নিঃস্ব ও একাকী বৃদ্ধ একমাত্র নাতনির মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকতে চাইছেন। পুজোর ভিড়ে হাতিবাগানের ব্যস্ততম স্থানে দাঁড়িয়ে সাহায্য চাওয়া তাঁর কঠিন বাস্তবতা ফুটে ওঠে।
ছবিটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সাধারণ মানুষের হৃদয় তা ছুঁয়ে যায়। এই মুহূর্তে দেব নিজেই পোস্টটি দেখেন।
দেব তার ফেসবুক পেজে সেই ছবি শেয়ার করেন। সেখানে তিনি জানান, বৃদ্ধের পাশে দাঁড়াতে চান এবং তাঁকে সাহায্য করতে চান।
তিনি সকলের কাছে আবেদন জানান যাতে কেউ বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করে এবং সহায়তা করতে পারে।
দেবের এই মানবিক উদ্যোগে অনুরাগীরা মুগ্ধ হয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই তাঁকে কুর্নিশ করেছেন।
প্রসঙ্গত, দেবের এই মানবিক কর্মকাণ্ড নতুন নয়। অতীতে বহুবার বিপদে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
তিনি প্রয়োজনীয় চিকিৎসার দায়িত্বও নিয়েছেন। অনেকেই তাঁর এই কর্মকাণ্ডকে প্রশংসা করেছেন।
এবারও উৎসবের মরশুমে দেব প্রমাণ করলেন, মানুষের পাশে দাঁড়ানো তার কাছে এক ধরনের ধর্মের মতো।
এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষও বৃদ্ধের পাশে দাঁড়াতে উৎসাহিত হয়েছেন।
সব মিলিয়ে, দেবের এই মানবিক উদ্যোগ পুজোর আনন্দের সঙ্গে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
