উত্তর দিনাজপুরে আবগারি দফতরের বড় সাফল্য, ৩ কোটি টাকার ভেজাল মদ বাজেয়াপ্ত

উত্তর দিনাজপুরে আবগারি দফতরের বড় সাফল্য, ৩ কোটি টাকার ভেজাল মদ বাজেয়াপ্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর দিনাজপুর – পুজোর মরসুমে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর আবগারি দফতর। বিহারে পাচারের ছক বানচাল করে তারা বাজেয়াপ্ত করেছে প্রায় ৩ কোটি টাকার ভেজাল মদ। টুঙ্গীদিঘীতে টানা অভিযানে ধরা পড়েছে দু’টি ভেজাল মদের ডেরা। আটক করা হয়েছে মূল অভিযুক্তসহ মোট ১১ জনকে।

গোপন সূত্রে খবর পেয়ে টুঙ্গীদিঘীতে অভিযান চালায় আবগারি দফতর। সেখান থেকে উদ্ধার হয় ৮,২২১ লিটার ভেজাল মদ, পাশাপাশি কয়েক হাজার লিটার কাঁচা স্পিরিট, এক হাজারেরও বেশি ছিপি, হাজার হাজার নামি ব্র্যান্ডের হলোগ্রাম, ফুড কালার, ফ্লেভার, ক্যারামেল ও কার্টুনসহ মদ তৈরির উপকরণ। টুঙ্গীদিঘীর একটি রাইসমিলের ভেতরেই তৈরি হয়েছিল এই গোপন কারখানা। সেখান থেকে উদ্ধার হয়েছে ৪,৬৪০ লিটার ভেজাল মদ ও ২,২০০ লিটার কাঁচা স্পিরিট। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে লেবেল, পাঞ্চিং মেশিন ও অন্যান্য সরঞ্জাম।

মূল অভিযুক্ত শঙ্কর বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে আরও একটি ভেজাল মদের কারখানার হদিশ মেলে। রাইসমিলের গোডাউনে লুকিয়ে রাখা হয়েছিল দ্বিতীয় কারখানা। সেখান থেকে উদ্ধার হয়েছে আরও ২,৫৮১ লিটার ভেজাল মদ। পাচারের কাজে ব্যবহৃত একটি ছোট লরি ও তিনটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।

আবগারি দফতর সূত্রে খবর, বেশি মুনাফার আশায় টুঙ্গীদিঘীতে গড়ে উঠেছিল এই অবৈধ মদের কারখানা। লক্ষ্য ছিল ড্রাই রাজ্য বিহারে ভেজাল মদ পাচার করা। বড় কনসাইমেন্ট তৈরি করে পাঠানোর প্রস্তুতিও চলছিল। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে গোটা চক্রকেই ভেঙে দিতে সক্ষম হয় দফতর। বর্তমানে ধৃতদের জেরা করে আরও কারা এই চক্রে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top