মালদা – বাবা মানে নীরব শক্তি, ছায়ার মতো রক্ষাকবচ। তিনি খুব বেশি কথা বলেন না, কিন্তু প্রতিটি কাজে থাকে অফুরন্ত ভালোবাসা। জীবনের প্রতিটি ধাপে বাবা যেন অদৃশ্য ঢাল—যিনি রক্ষা করেন, সাহস জোগান, ভরসা দেন। সেই “বাবা”কেই এবারের পুজোর থিম করা হয়েছে পুরাতন মালদার সাহাপুর এলাকার যুবক সমিতির পুজোয়।
এবারের পুজোর বাজেট প্রায় চার লক্ষ টাকা। মণ্ডপ তৈরিতে সময় লেগেছে প্রায় ৪৫ দিন। উদ্যোক্তাদের দাবি, প্রতি বছরই তাঁরা দর্শনার্থীদের জন্য আলাদা চমক নিয়ে আসেন, এবছরও তার ব্যতিক্রম নয়।
পুজো মণ্ডলের একনিষ্ঠ কর্মকর্তা উকিল মণ্ডল বলেন, “আমাদের মণ্ডপের উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গেছে। আমরা সবসময় সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি। এবারে বাবা মানে কী—তা এই মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।”
মণ্ডপে শিল্পীদের সৃজনশীলতায় ফুটে উঠেছে বাবার নীরব আত্মত্যাগ, পরিবারের প্রতি তাঁর অকৃত্রিম দায়বদ্ধতা। বর্তমান সময়ে যখন বাবার ভূমিকা অনেক ক্ষেত্রেই অবহেলিত, তখন এই থিম দর্শনার্থীদের গভীরভাবে ভাবাবে বলেই আশা উদ্যোক্তাদের।
