বিদেশ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো অতিরিক্ত শুল্ককে উপেক্ষা করে ভারতের স্বাধীন তেল বাণিজ্য নীতির প্রতি খোল্লামখুল্লা সমর্থন জানিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের ‘আত্মসম্মান’-পূর্ণ নীতিকে প্রশংসা করে বলেন, ভারত তার বাণিজ্যের সিদ্ধান্ত নিজস্বভাবে নেওয়ার সম্পূর্ণ সক্ষমতা রাখে।
এই পটভূমিতে ভারত-রাশিয়া সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বছরের ডিসেম্বর মাসেই দিল্লি সফর করবেন বলে রুশ বিদেশমন্ত্রী নিশ্চিত করেছেন। সফরের সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
