দেশ – ষষ্ঠীতে এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জয়ের আনন্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অভিনন্দন জানান। এই জয়ের প্রসঙ্গে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে উল্লেখ করেন, “খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই, ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।” তিনি আবারো অপারেশন সিঁদুরের কথা স্মরণ করান, যা মে মাসে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে চালানো হয়েছিল জঙ্গি হামলার জবাব হিসেবে।
ভারত-পাকিস্তানের সংঘাতের ছাপ খেলার মাঠেও দেখা গেছে। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচের পর সৌজন্যমূলক হ্যান্ডশেক ভারত করেছিল না, পরবর্তী ম্যাচেও একই ঘটনা ঘটেছে। এমনকি ফাইনাল জয়ের পরও ভারতীয় দল চ্যাম্পিয়নের ট্রফি নেয়নি। এতে নাক কাটা গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিরের, যিনি একই সঙ্গে পাকিস্তানের মন্ত্রীও।
ফলাফলের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, যুদ্ধের ময়দানে যেমন ভারত পাকিস্তানকে পরাজিত করেছে, তেমনি খেলার মাঠেও ভারত নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। ম্যাচ জয় ও রাজনৈতিক-সাংবাদিকিক উত্তেজনার মধ্যেই ভারতীয় দল সেলিব্রেশন করেছে, তবে পাকিস্তান প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের সামনে ট্রফি গ্রহণের বিরোধীতা প্রকাশ পেয়েছে।
