মুখ্যমন্ত্রী – আজ শহিদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবস। তাঁর আত্মত্যাগ ভারত ছাড়ো আন্দোলনের এক স্মরণীয় অধ্যায়, যা আজও দেশপ্রেমের প্রতীক হিসেবে উদযাপিত হয়। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় শ্রদ্ধা জানিয়েছেন। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, “শহিদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে, অসীম সাহসের প্রতিমূর্তি এই স্বাধীনতা সংগ্রামীকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। তাঁর আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, অবিভক্ত মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামে পথিকৃৎ হিসেবে পরিচিত। বাংলা ছিল স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান, যেখানে মাতঙ্গিনী হাজরার মতো অসংখ্য অগ্নিকন্যা ও অগ্নিপুত্রদের তেজ ও বীরত্ব ব্রিটিশ সাম্রাজ্যে ভয় ঢুকিয়েছিল। তিনি আনন্দ প্রকাশ করে বলেন, পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের আলিনান গ্রামে মাতঙ্গিনী হাজরার বসতবাটির পাশে সরকার তাঁর একটি মূর্তি স্থাপন করেছে এবং তাঁর জীবন ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবদান নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করেছে।
মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সালে তিনি নিজে এই সংগ্রহশালার উদ্বোধন করেছিলেন। এখানে মাতঙ্গিনী হাজরার ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন অনেক মানুষ এই মিউজিয়াম দেখতে আসেন। পাশাপাশি আলিপুর মিউজিয়ামেও শ্রদ্ধার সঙ্গে শহিদ মাতঙ্গিনী হাজরাকে স্মরণ করা হয়েছে।
