দিল্লি – ভোরবেলায় গুরুগ্রামের ৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়ির ভিতরে থাকা ৬ জনের মধ্যে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। একজন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোর সাড়ে চারটায় গাড়িটি প্রচণ্ড গতিতে চলছিল। অতিরিক্ত গতির কারণে ৯ নম্বর জাতীয় সড়কের কাছে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এত জোরে ধাক্কা লেগেছিল যে গাড়িটি সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আহত যাত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর উত্তরপ্রদেশের। তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির মালিকের খোঁজ চলছে, যার পরেই তাঁর পরিবারের সদস্যদের দুর্ঘটনার বিষয়ে অবহিত করা যাবে। এই মুহূর্তে দুর্ঘটনার সম্পূর্ণ কারণ ও দায়িত্ব নির্ধারণের চেষ্টা চলছে।
