রেকর্ড নবমবার চ্যাম্পিয়ন ভারত, ট্রফি নিল না পাকিস্তান প্রধানের হাতে

রেকর্ড নবমবার চ্যাম্পিয়ন ভারত, ট্রফি নিল না পাকিস্তান প্রধানের হাতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – এশিয়া কাপে রেকর্ড নবমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পুরো টুর্নামেন্টে ভারতের দল সব ম্যাচ জিতে সেরা হিসেবে উঠে এসেছিল। গ্রুপ এবং সুপার ফোর পর্বে পাকিস্তানকে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হারিয়েছিল ভারতীয় দল। ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল, যেখানে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ভারত ফের এশিয়ার সেরা ক্রিকেট দল হিসেবে আবির্ভূত হয়। ম্যাচ এবং সিরিজের সেরা ক্রিকেটারদের পুরস্কারও ভারতীয় খেলোয়াড়রা জিতেছে।

ম্যাচ শেষে রানার্স-আপ পাকিস্তান ক্রিকেটারদের পদক বিতরণ করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন আরব আমির শাহি বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি। তবে চ্যাম্পিয়নের ট্রফি ভারতীয় দল নেয়নি। এ বিষয়টি নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি সরাসরি নাক কেটে বসেছিলেন। টুর্নামেন্ট শুরু থেকেই ভারতকে ফেভারিট ধরা হচ্ছিল, আর অভিষেক শর্মাদের দুর্দান্ত পারফরম্যান্স প্রত্যাশা বাড়িয়েছিল।

শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল ভারত, শেষ অবধি সুপার ওভারে জয় লাভ করেছিল। কিন্তু চ্যাম্পিয়ন হলে ট্রফি নেবে কি না, সেই নিয়ে আলোচনা চলছিল। মহসিন নকভি পাকিস্তানের মন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ায় চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দিতে মঞ্চে উপস্থিত ছিলেন। কিন্তু ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি নেয়নি।

এর পেছনে রাজনৈতিক এবং বৈচিত্র্যময় বিতর্ক রয়েছে। গ্রুপ পর্বের একটি হ্যান্ডশেক বিতর্কের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ রেফারি অপসারণের দাবি জানিয়েছিল। পাশাপাশি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল। ভারতের সূর্যকুমার যাদব হাত না মেলানোর কারণও এই পরিস্থিতির অংশ ছিল।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারতীয় দল ট্রফি ছাড়াই সেলিব্রেট করেছে। অনুষ্ঠান সঞ্চালক সাইমন ডুল জানিয়েছেন, “আমাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দল আজ রাতে পুরস্কার নেবে না।” ভারতীয় ক্রিকেট দল যোগ্য জবাব দিয়ে এই বিতর্কিত পরিস্থিতিতে সংহতি এবং মর্যাদা বজায় রেখেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top