সপ্তমীর শুভেচ্ছায় মুখ্যমন্ত্রী, পুজোর আনন্দে মাতোয়ারা রাজ্য

সপ্তমীর শুভেচ্ছায় মুখ্যমন্ত্রী, পুজোর আনন্দে মাতোয়ারা রাজ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুখ্যমন্ত্রী – ষষ্ঠীতে মায়ের বোধন দিয়ে শুরু হয়েছে পুজো। আজ সোমবার নবপত্রিকা স্নান থেকে একের পর এক পুজোর আচার অনুষ্ঠান চলছে। এক বছর পর মা দুর্গা কৈলাস থেকে সপরিবারে মর্ত্যে এসেছেন, চার দিন কাটিয়ে আবার ফিরে যাবেন কৈলাসে। কিন্তু এই কয়েকটা দিন ঘরের মেয়ের ঘরে ফেরার আনন্দে মেতে উঠেছে সমগ্র বাঙালি সমাজ।

সপ্তমীর সকালে রাজ্যবাসীকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের লেখা ও সুর করা গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে প্রকাশ করে তিনি রাজ্যবাসীকে জানিয়েছেন সপ্তমীর আন্তরিক শারদ শুভেচ্ছা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “শরৎ আকাশের নীল গগনে, মা এসেছে দুর্গা অঙ্গনে।” সঙ্গে শেয়ার করেছেন তাঁর লেখা ও সুর করা নতুন গান।

মহালয়ার আগের দিন থেকেই শহর ও জেলায় একাধিক পূজা মণ্ডপ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে প্রতিটি মণ্ডপে। ষষ্ঠীর দিন সকাল থেকেই মানুষ রাস্তায় নেমে পড়েছেন ঠাকুর দেখতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রতিদিন নতুন গান শেয়ার করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই গানগুলি ছড়িয়ে পড়েছে সর্বত্র।

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সেই সবকিছুকে উপেক্ষা করে পুজোর আনন্দে ভাসছে শহর কলকাতা থেকে শুরু করে জেলাগুলি। ষষ্ঠীর দিন থেকেই মণ্ডপে মণ্ডপে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সপ্তমীতে আরও বেড়েছে সেই উৎসবের রঙ, শহরের প্রতিটি কোণ এখন কেবল উৎসবের আবহে ভাসছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top