ভাইরাল – চিনের সিচুয়ান প্রদেশে নামা পর্বতের চূড়ায় (উচ্চতা ৫,৫৮৮ মিটার) ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ৩১ বছরের এক অভিযাত্রী ছবি তুলতে গিয়ে পা ফসকে খাদের দিকে গড়িয়ে পড়ে প্রাণ হারালেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ছবি তোলার জন্য তিনি সুরক্ষার দড়ি খুলে ফেলেছিলেন। বরফে ঢাকা ফাটল নজরে না আসায় অসাবধানতাবশত পিছলে পড়েন তিনি। হাতে কুঠার না থাকায় বরফে নিজেকে থামানোর সুযোগ পাননি। মসৃণ বরফে গড়িয়ে ২০০ মিটার নীচে অদৃশ্য হয়ে যান অভিযাত্রী।
দলেরই এক সদস্যের ক্যামেরায় ধরা পড়েছে মর্মান্তিক মুহূর্তটি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রায় ৯ লক্ষ বার। অভিযাত্রীকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুর্গম এই পর্বত আরোহণে উচ্চমানের প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা ও বিশেষ সরঞ্জাম অপরিহার্য বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
