বিদেশ – আমেরিকার কানেকটিকাটে হইচই পরিবারের আয়োজনে জমে উঠেছে দুর্গোৎসব। এ বছর দশম বর্ষে পদার্পণ করল এই পুজো, যার মূল থিম—বিদেশের মাটিতে এক টুকরো বাংলা। কলকাতার কুমোরটুলি থেকে বিশেষভাবে আনা হয়েছে প্রতিমা, যা আমেরিকার বাংলাভাষী মানুষদের কাছে মাতৃভূমির আবহ এনে দিয়েছে।
সপ্তাহান্তের দুদিন জুড়ে অনুষ্ঠিত হচ্ছে পুজোর আচার, সঙ্গে রয়েছে খাওয়া-দাওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসে থেকেও বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে একসূত্রে বেঁধে রেখেছে এই উৎসব।
