সামশেরগঞ্জে মর্মান্তিক ঘটনা, স্বামী-স্ত্রীর বিবাদের বলি দেড় বছরের শিশু

সামশেরগঞ্জে মর্মান্তিক ঘটনা, স্বামী-স্ত্রীর বিবাদের বলি দেড় বছরের শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পারিবারিক অশান্তি এক চরম পরিণতি ডেকে আনল। অভিযোগ, স্বামী-স্ত্রীর বিবাদের জেরে নিজের দেড় বছরের কন্যাসন্তানকে মাটিতে আছাড় মেরে খুন করলেন নাঈম আখতার। গুরুতর আহত অবস্থায় শিশুটি, সুলাইমা খাতুনকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আরও এক চাঞ্চল্য ছড়ায়। রেললাইনে কাটা পড়ে মৃত্যু হয় অভিযুক্ত বাবা নাঈম আখতারের।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী ও কন্যাকে হারিয়ে ভেঙে পড়েছেন মা সুলেখা খাতুন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাহিত জীবনের শুরু থেকেই কন্যাসন্তান আসায় সুলেখার ওপর নাঈম ও তাঁর পরিবারের অত্যাচার বাড়ছিল। এমনকি নাঈম তাঁকে ডিভোর্স দেওয়ার কথাও জানিয়েছিলেন। সেই অশান্তির জেরেই পরিবারের সামনেই শিশুকে মাটিতে আছড়ে দেন নাঈম।

অন্যদিকে, নাঈম আখতার আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো রহস্যজনক কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন শোকার্ত সুলেখা খাতুন। মেয়ের মৃতদেহ নিয়ে তিনি বাপের বাড়িতে ফিরেছেন। একসঙ্গে দুই প্রাণ হারানোর ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top