ফের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি, এবার নিশানায় বিদেশি সিনেমা ট্রাম্পের

ফের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি, এবার নিশানায় বিদেশি সিনেমা ট্রাম্পের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছেন। এবার তাঁর নিশানায় সরাসরি আমেরিকার বাইরে তৈরি হওয়া সিনেমা। ট্রাম্প জানিয়েছেন, বিদেশি সিনেমার ওপর তিনি ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এখানেই শেষ নয়, যে দেশগুলো আমেরিকায় ফার্নিচার তৈরি করবে না, তাদের পণ্যের ওপরেও অতিরিক্ত শুল্ক বসানো হবে। তাঁর দাবি, হলিউডের ব্যবসা বিদেশি চলচ্চিত্র শিল্প “চুরি করে নিচ্ছে”, যেন শিশুর হাত থেকে চকোলেট কেড়ে নেওয়ার মতো। সবশেষে, আমেরিকাকে আবার মহান করে তোলাই তাঁর এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে দাবি করেন ট্রাম্প।

এমন কঠোর শুল্ক নীতি নতুন নয় ট্রাম্পের ক্ষেত্রে। এর আগেও তিনি ভারত থেকে আমদানিকৃত একাধিক পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। সম্প্রতি আরও এক ধাপ এগিয়ে বিদেশি ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন। কার্যকর হলে ভারতের মতো দেশ, যারা বিপুল পরিমাণ ওষুধ আমেরিকায় রফতানি করে, তারা বড়সড় আঘাত পেতে পারে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প স্পষ্টভাবে লিখেছেন, তাঁর প্রশাসন যদি ক্ষমতায় ফিরে আসে, তবে এই সব কঠোর শুল্ক নীতি কার্যকর করা হবে। তাঁর বক্তব্যে ফের একবার স্পষ্ট হলো, আমেরিকার বাজার রক্ষায় ‘শুল্কের খেলা’তেই ভরসা রাখছেন সাবেক প্রেসিডেন্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top