ভাইরাল – সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক বিয়ের অনুষ্ঠানঘটিত ভিডিও, যা ঘিরে তুমুল চর্চা চলছে নেটপাড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে—নিজের বিয়েতে প্রাক্তন প্রেমিককে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এক নববধূ। পাশে বসে সবটা প্রত্যক্ষ করেছেন তাঁর নতুন বর।
সাজানো মঞ্চে বর–কনের আসন, চারপাশে আলো, ফুল আর মালার বাহার। এমন সময় হাতে মাইক নিয়ে প্রবেশ করেন এক তরুণ, সঙ্গে গিটার হাতে আরেকজন। মঞ্চে উঠেই সেই তরুণ গাইতে শুরু করেন জনপ্রিয় বলিউড গান ‘চন্না মেরেয়া’। নববধূর দিকে তাকিয়ে গান গাইতে থাকেন তিনি। দর্শনীয় এই মুহূর্তে অবাক হয়ে চুপচাপ বসে থাকেন বর, পরে ইশারায় গায়ককে সরে যেতে বলতেও দেখা যায় তাঁকে। অন্যদিকে, ঘোমটা টানা নববধূ নির্বিকারভাবে বসে ছিলেন।
ভিডিওতে দাবি করা হয়েছে, গান গাইতে আসা তরুণই নববধূর প্রাক্তন প্রেমিক। তাঁর আমন্ত্রণে বিয়ের মঞ্চেই হাজির হয়ে গান গেয়েছেন তিনি। যদিও ভিডিওটির স্থান বা সময় সম্পর্কে কিছু স্পষ্ট নয়, আর সংবাদমাধ্যমও এর সত্যতা যাচাই করেনি।
এই দৃশ্য ঘিরে নেটাগরিকদের প্রতিক্রিয়াও নানা রকম। কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন—“এমন কাণ্ড আগে কখনও দেখিনি।” আবার কেউ প্রশ্ন তুলেছেন—“প্রাক্তন প্রেমিকই বা কেন এমন আমন্ত্রণ গ্রহণ করলেন?” সাজপোশাক দেখে অনেকে অনুমান করছেন, ঘটনাটি পাকিস্তানের কোনো বিয়ে হতে পারে।
