কলকাতা – ঠাকুরপুকুর বিবেকানন্দ পল্লী সংঘের দুর্গোৎসব এ বছর পা দিল ৩৭ তম বর্ষে। দীর্ঘদিন ধরে অভিনব ভাবনা ও সামাজিক বার্তার জন্য পরিচিত এই পুজো কমিটি এবছর তাদের থিম হিসেবে বেছে নিয়েছে—“স্বপ্নের ফেরিওয়ালা”।
এই ধারণার মাধ্যমে উদ্যোক্তারা জানাতে চাইছেন, মানুষ যতই ব্যস্ত ও যান্ত্রিক জীবনে জড়িয়ে পড়ুক, তবু স্বপ্নের রঙ ছাড়া জীবন অসম্পূর্ণ। সেই স্বপ্নই কখনও আনন্দ আনে, কখনও অনুপ্রেরণা, আবার কখনও ভরসা জোগায় আগামী দিনের পথচলায়।
মণ্ডপে রঙিন সাজসজ্জা, প্রতিমার শৈল্পিক রূপায়ণ এবং আলোর খেলায় ফুটে উঠেছে স্বপ্নের নানান প্রতিচ্ছবি। প্রতিটি কোণ যেন দর্শকদের মনে করিয়ে দেয়—“স্বপ্ন বেঁচে থাকে মানুষের আশা আর কল্পনার ভেতরে”।
কমিটির তরফে জানানো হয়েছে, এবারের থিম শুধু শিল্পকলা নয়, সমাজের জন্য এক ইতিবাচক বার্তাও বহন করছে। প্রতিদিন হাজারো মানুষ আসছেন মণ্ডপ দর্শনে, বিশেষ করে শিশু-কিশোরদের কাছে এই থিম দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে।
দীর্ঘ ৩৭ বছরের যাত্রাপথে ঠাকুরপুকুর বিবেকানন্দ পল্লী সংঘ বারবার দেখিয়েছে কীভাবে উৎসব শুধু আনন্দ নয়, চিন্তাভাবনারও এক মঞ্চ হতে পারে। এবারের স্বপ্নের ফেরিওয়ালা থিম সেই ধারাকেই আরও সমৃদ্ধ করেছে।
