মুম্বাই – তামিলনাড়ুতে ফের এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চেন্নাইয়ের এন্নোরে নির্মীয়মাণ তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি বহুতল আচমকা ধসে পড়ে। মঙ্গলবার নির্মাণকাজ চলাকালীন প্রায় ২০ ফুট উচ্চতা থেকে ভবনটি ভেঙে পড়ে, এতে অন্তত ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও ৩০ জনের বেশি শ্রমিক। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। নিহত শ্রমিকরা মূলত অসমের বাসিন্দা। দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও উৎসবের মরসুমে এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
